কলকাতার ব্যস্ততার শহরের এক উপাখ্যান যেখানে পুরাতন হারায় নতুনের ডাকে।
তেমনি অবস্থা কলকতার আর্কিটেকচার আর হেরিটেজের।
যার প্রাচুর্য এক সময় ছিল বিস্তর এখন সে ঢাকা পোর খাওয়া বাঙালির সামাজিকতার চাপে।
তেমনি এক বাড়ি হলো বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিটের এই বাড়িটি ,
যা এক কালে এক স্বর্ণকারের বাসস্থান ছিল।
আজ কের কবিতা সেই সমস্ত অবলুপ্ত বাড়ি-ঘর নিয়ে।

গোপন পুরীর অজানা পথিক নিঝুম খেলাতে মজেছে আজ , পুরনো প্রান্তর ধূসর সে কলেবর মন মাতানো ম্যাজিক সব। শ্রান্ত গৃহকোণ অক্লান্ত পরিশ্রম রাত্রের ফাঁকে অবসাদে ভোগে এ প্রাসাদ প্রান্তর, প্রবীণ সে হয় আজ নবীনের ডাকে রাত্রি নামে অবিরাম বর্ষা হয়ে। প্রাচীরের সে বৃক্ষরোপন আজ তাঁর অন্তিম বিশ্রাম। -আগন্তুক